রোববার (০১ মার্চ) বেলা ১০টা ৪০ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অমিত শাহের হেলিকপ্টার নামতেই বিক্ষোভ শুরু করেন বামপন্থি শিক্ষার্থীরা।
অমিত শাহের সফরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানো হবে বলে আগেই হুঁশিয়ারি জানিয়ে রেখেছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো।
বিক্ষোভকারীদের দাবি, দিল্লি সহিংসতার মূলে রয়েছেন অমিত শাহ। তার সঙ্গে হাত মিলিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বিরোধিতায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শুধু বিমানবন্দর নয়, অমিত শাহের সফর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করবে বলে জানিয়েছে বামপন্থিরা। সিএএ’র সমর্থনে শহীদ মিনারের সামনে সভা করবেন তিনি। তার এ সফরের বিরোধিতায় কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে বামপন্থিদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এফএম