ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের পার্লামেন্টে নারী এমপিদের জন্য বিউটি পার্লার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০২০
পাকিস্তানের পার্লামেন্টে নারী এমপিদের জন্য বিউটি পার্লার! পাকিস্তানের পার্লামেন্ট। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্ট লজে নারী আইন প্রণেতা ও সংসদ সদস্যদের জন্য বিউটি পার্লার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

রোববার (০১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পার্লার নির্মাণের জায়গা দিতে বলেছে সিনেট হাউস কমিটি।

এ লক্ষ্যে একটি প্যানেল গঠন করা হয়েছে।

এর আগে একাধিকবার বলা হলেও এখনো পার্লার নির্মাণ না করায় ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) নিন্দা করে ওই প্যানেল।

সিনেটর কুলসুম পারভিন জানান, কমিটির আহ্বায়ক স্পষ্টভাবে নির্দেশ দিলেও পার্লামেন্ট লজে বিউটি পার্লারের জন্য জায়গা দেওয়ার বিষয়ে সিডিএ কর্মকর্তারা তার ও সিনেটর সামিনা সাঈদের সঙ্গে আলোচনা করেনি।

অগ্রাধিকার দিয়ে এ সমস্যা সমাধানে সিডিএকে নির্দেশনা দেন কমিটির চেয়ারম্যান সিনেটর সালিম মান্দভিওয়ালা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।