ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে শপিং মলে ৩০ জনকে জিম্মি, গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ফিলিপাইনে শপিং মলে ৩০ জনকে জিম্মি, গুলি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি শপিং মলে জিম্মিদশার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। প্রাথমিকে কোনো প্রাণহানির খবর জানা যায়নি।

সোমবার (০২ মার্চ) ম্যানিলার গ্রিনহিলসের ভি-মলে ৩০ জনকে জিম্মিদশায় নেওয়া হয়েছে বলে পুলিশের বরাতে খবরে জানানো হয়েছে।

এছাড়া ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদকর্মীদের বরাতেও খবরে বলা হয়েছে।

গুলির শব্দ শোনার পর ম্যানিলার পূর্বাঞ্চলীয় জেলা পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। জনসাধারণকে ওই এলাকায় এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে।  

জেলা পুলিশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনসন আলমাজানা জানান, ‘বিপথগামী’ এক নিরাপত্তারক্ষী অস্ত্র ও গ্রেনেড নিয়ে শপিং মলের ভেতরে জিম্মিদশার সৃষ্টি করেছে। আমরা তার সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।