এসএফআই এবং ছাত্র পরিষদের কর্মীরা শহিদ মিনার শুদ্ধ করেন।
অমিত শাহের কলকাতা সফরকে ঘিরে একাধিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম এবং কংগ্রেস।
সোমবার যৌথভাবে কলকাতা জেলা বাম ছাত্র সংগঠন এসএফআই এবং কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ শহিদ মিনারে গিয়ে গঙ্গাজল সাবান দিয়ে মিনারের বেদি পরিষ্কার করে। তারপর সেখানে ফুলের মালা দিয়ে এক মিনিট নীরবতা পালন করে।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। তিনি বলেন, ‘গুজরাট হিংসার পর দিল্লির হিংসাতেও অমিত শাহর হাত রক্তাক্ত। এর আগের বার তিনি কলকাতায় যখন এসেছিলেন, তখন যে বিদ্যাসাগর আমাদের বর্ণপরিচয়ের লেখক, তার মূর্তি ভাঙা হয়েছিল। এবার তিনি কলকাতায় এলেন, আর স্লোগান উঠলো 'গোলি মারো...'। আমরা মনে করি এরকম একজন মানুষের পা শহিদ মিনার ময়দানে পড়াতেই অপবিত্র হয়ে গেছে ঐতিহাসিক শহিদ মিনার। তাই আমরা আজ সাবান জল দিয়ে সব শুদ্ধ করলাম। ’
সূত্র: নিউজ১৮
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
নিউজ ডেস্ক