তারপরও ক্ষয়-ক্ষতির হিসাব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে উত্তর-পূর্ব দিল্লির জেলা প্রশাসন। ওই প্রতিবেদনে দেখা গেছে, হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গেছ ১২২টি বাড়ি, ৩২২টি দোকান এবং ৩০১টি গাড়ি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে ক্ষয়ক্ষতির এই প্রতিবেদন তৈরি করা হয়।
অন্যদিকে দিল্লি ফায়ার সার্ভিসের ফাইল করা রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে ৭৯টি বাড়ি, ৫২টি দোকান, পাঁচটি গোডাউন, চারটি মসজিদ, তিনটি কারখানা এবং দুটি স্কুল। ৫০০টির বেশি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সূত্র: ইন্ডিয়া টাইমস
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
নিউজ ডেস্ক