ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবেও ছায়া ফেলেছে করোনা, প্রথম রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
সৌদি আরবেও ছায়া ফেলেছে করোনা, প্রথম রোগী শনাক্ত

দিনদিন যেন এক জ্বলন্ত বিভীষিকা হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ৬৫টিরও বেশি দেশে ছড়িয়েছে এ ভাইরাস। ইতোমধ্যে অ্যান্টার্কটিকা ছাড়া আর সব মহাদেশেই করোনা ছড়িয়েছে তার করাল থাবা। এবারে এর শিকার হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও। দেশটি নিজ ভূখণ্ডে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছে।   

সোমবার (২ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর নিশ্চিত করে। মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

খবরে বলা হয়, ইরান থেকে বাহরাইন হয়ে যাওয়া এক সৌদি নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।  

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, করোনা সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্দেহভাজন ওই ব্যক্তিকে পরীক্ষা করতে একটি মেডিকেল টিম পাঠায়। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার পর দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এরই মাঝে ওই ব্যক্তিকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে বলে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।