সোমবার (২ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর নিশ্চিত করে। মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, ইরান থেকে বাহরাইন হয়ে যাওয়া এক সৌদি নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, করোনা সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্দেহভাজন ওই ব্যক্তিকে পরীক্ষা করতে একটি মেডিকেল টিম পাঠায়। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার পর দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এরই মাঝে ওই ব্যক্তিকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এইচজে