এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) ছয় শতাধিক নতুন রোগীর তথ্য জানায় দেশটি। পরে আরও তিন শতাধিক রোগীর মাধ্যমে সে সংখ্যা গত ২৪ ঘণ্টায় হাজারের কাছাকাছি নিয়ে যায়।
এর মাধ্যমে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় স্থান পেলো দক্ষিণ কোরিয়া।
এদিকে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে প্রেসিডেন্ট মুন জা-ইন বলেন, সংক্রামক এ রোগের বিরুদ্ধে আমাদের যুদ্ধে অবতীর্ণ হতে হলো।
কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় দেগু শহরের বাসিন্দা, যারা শিনচেওঞ্জি চার্চের সঙ্গে সম্পৃক্ত।
এর আগে সোমবার (০২ মার্চ) রোগ ছড়ানোর জন্য জাতির কাছে ক্ষমা চান দক্ষিণ কোরিয়ার ধর্মীয় একটি গোষ্ঠীর প্রধান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের শিনচেওঞ্জি চার্চ অব জেসাসের প্রতিষ্ঠাতা লি মান-হি হাঁটু গেড়ে বসে মাথা নত করে সংবাদ সম্মেলনে জাতির কাছে ক্ষমা চান।
প্রাণঘাতী করোনা ভাইরাসে শেষ খবর পর্যন্ত বিশ্বব্যাপী তিন হাজার একশর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
জেডএস