চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় উহান শহরের আকাশে ঝাঁক বেঁধে উড়ছিল অসংখ্য কাক।
এতো কাক একসঙ্গে ওড়ার ব্যাখ্যা হিসেবে একজন বলেন, কাক পচা মাংস ও আবর্জনা খায়।
এ কারণে চীনা সংস্কৃতিতে কাককে অশুভ বিবেচনা করা হয়, যার সম্পর্ক রয়েছে মৃত্যুর সঙ্গে।
এছাড়া, চীনের উহানের এক নদী থেকে অসংখ্য মাছ তীরে চলে আসে। মাছগুলোর লাফঝাঁপ দেখলে মনে হবে যেন তারা নদী থেকে বের হওয়ার চেষ্টা করছে। এসময় আলাদা করে না ধরে, শুধু তীর থেকেই মাছ সংগ্রহ করা সম্ভব হয়। মাছের এমন আচরণ বিরল।
প্রাণীদের এমন অস্বাভাবিক আচরণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিশেষ কোনো ইঙ্গিত দিচ্ছিল কি-না, তা এক রহস্য হয়েই থেকে যাবে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এফএম