আবেদনটি সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কি না তা এখনও জানা যায়নি।
তবে ভারত এ ধরনের পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। এ আইনের বিরুদ্ধে ভারতেও চলছে আন্দোলন বিক্ষোভ। ওই বিক্ষোভকে কেন্দ্র করে গত সপ্তাহে দিল্লিতে সহিংসতায় ৪৭ জন নিহত হয়েছেন।
এ আইনের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়েছে। জাতিসংঘের এই সংস্থা তাতেই পক্ষ নিতে চায়।
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সংখ্যালঘুদের মধ্যে যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন এই আইনে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে মুসলিমদের কথা বাদ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষমতাসীন বিজেপি সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের মুখ থেকে মুসলিমদের দেশছাড়া করার হুমকি শোনা গেছে।
গত ডিসেম্বরে আইনটি পাস হওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যে এই আইন ও জাতীয় নাগরিকপঞ্জি তৈরির (এনআরসি) উদ্যোগের বিরুদ্ধে আন্দোলন চলছে। আইনের পক্ষে-বিপক্ষে দুই ভাগ হয়ে গেছে দেশ।
ওই আইন নিয়ে আন্তর্জাতিক সমাজে ভারত যখন সমালোচিত হচ্ছে, এমন সময় জাতিসংঘের আদালতে যাওয়ার পদক্ষেপ মোদী সরকারকে বিড়ম্বনায় ফেলে দিল।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
নিউজ ডেস্ক