অন্যদিকে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকলে তাদের সেবা দেওয়া শুরু করেন চিকিৎসাকর্মীরা। কিন্তু রোগীর তুলনায় হাসপাতালের সংখ্যা অপ্রতুল হওয়ায় বিশেষভাবে চিকিৎসাকেন্দ্র তৈরি করে তাতে সেবা দেওয়া শুরু হয়।
এসব হাসপাতালে রোগীরা নিয়মিত সেবা পাওয়ার পর সুস্থ হয়ে উঠতে থাকেন। আর তাতে চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে থাকে। একপর্যায়ে হাসপাতালে রোগীর সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছায় যে বিশেষভাবে নির্মিত ১৬টি হাসপাতালের একটি মঙ্গলবার (০৩ মার্চ) বন্ধ করে দিয়েছে উহান।
তবে কোন হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। শুধু জানানো হয়েছে, এদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে সবশেষ রোগীটি বাড়ি ফিরেছেন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে শেষ খবর পর্যন্ত বিশ্বব্যাপী তিন হাজার একশর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
জেডএস