ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা চিকিৎসায় তিন মাসের বেতন দান করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
করোনা চিকিৎসায় তিন মাসের বেতন দান করলেন ট্রাম্প

বিশ্বজুড়ে করোনা-আতঙ্কের মধ্যেই সাহায্যের উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ৩ মাসের বেতন করোনা ভাইরাসের চিকিৎসায় দান করলেন তিনি। 

জানা গেছে, ২০১৯ সালের শেষ তিন মাসের বেতন মার্কিন স্বাস্থ্য দফতরে দান করেছেন ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সচিব স্টিফেনি গ্রিশাম মার্কিন প্রেসিডেন্টের দান করা চেকের ছবি টুইট করে এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকেই ওয়াশিংটনের বাসিন্দা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আরও দশগুণ। চীন থেকে শুরু হওয়া করোনা ভাইরাস বর্তমানে ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।