বুধবার (০৪ মার্চ) ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দেশটির আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সুলেইমানিয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
এছাড়া বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের নতুন তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর তেহরানে এক সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাস সংক্রমণে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’হাজার নয়শ ২২ জনে। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচশ ৮৬ জন।
দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সব প্রদেশেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
করোনা ভাইরাস সংক্রমণে সারাবিশ্বে এ পর্যন্ত ৯৪ হাজার দু’শ ৪৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন তিন হাজার দু’শ ২০ জন।
আরও পড়ুন>> প্রতিযোগিতায় করোনা ভাইরাস, চীন বাদে আবারও বেশি মৃত্যু ইরানে
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এবি