ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ৩০০০ ছাড়ালো করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
চীনে ৩০০০ ছাড়ালো করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনা ভাইরাস দেশটিতে কেড়ে নিয়েছে ৩ হাজারেরও বেশি প্রাণ। সর্বশেষ তথ্যানুযায়ী চীনে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের।

বৃহস্পতিবার (০৫ মার্চ) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ জানায়, চীনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের।

এরা সবাই হুবেই প্রদেশের। আর এরমধ্যে ২৩ জন উহানের। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে বুধবার (০৪ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। এদের মধ্যে ২ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে উহানে।

গত বছরের শেষ দিকে হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি চীন ছাড়াও ৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত চীনে এ রোগে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫২ হাজার ২০৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৫ হাজার ২১০ জন। এরমধ্যে ৫ হাজার ৯৫২ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।