সাংহাইভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেপারের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৫ মার্চ) সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, হাসপাতাল থেকে ফেরার পাঁচদিন পর ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবরে বলা হয়, চীনের উহানে ৩৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে হাসপাতাল থেকে করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে ‘সুস্থ’ হয়ে ফেরার ৫ দিন পর।
মৃত লি লিয়াংয়ের স্ত্রী মেই বলেন, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে যাওয়ার পর রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে লিং লিয়াং ১২ ফেব্রুয়ারি ভর্তি হন। সেখানে দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল ছাড়ার দুই দিন পর থেকেই সে ভালো বোধ করছিল না। গত সোমবার (০২ মার্চ) তিনি বলেছেন, তিনি সুস্থ বোধ করছেন না। এরপর তাকে আবার হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের ৮৪ দেশ ও অঞ্চলে। বিশ্বজুড়ে এ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ হাজার ২৮৫ জনের। এরমধ্যে চীনে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। আর চীনের যে শহর থেকে এ ভাইরাস ছড়িয়েছে সেখানে এ ভাইরাসের কারণে প্রাণ গেছে ২ হাজার ৩০৫ জনের।
এখন পর্যন্ত বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪৮১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৮ হাজার ৫০৮ জন। এরমধ্যে ৬ হাজার ৪২০ জনের অবস্থা গুরুতর।
চীনের বাইরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে প্রাণ গেছে ১০৭ জনের। এরপর রয়েছে ইরান। দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৩৫, যুক্তরাষ্ট্রে ১১, জাপানে ৬, ফ্রান্সে ৪, স্পেনে ২, হংকংয়ে ২, অস্ট্রেলিয়ায় ২, ইরাকে ২, থাইল্যান্ডে ১, তাইওয়ানে ১, সান ম্যারিনোতে ১ ও ফিলিপাইনে ১ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া ডায়ামন্ড প্রিন্স নামের একটি জাহাজে মৃত্যু হয়েছে ৬ জনের।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এইচএডি/