সেখানে একটি প্রকল্পের আওতায় ২০০ আদিবাসী তরুণীর বিয়ের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন তৃণমূল নেত্রী।
আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানে নাচ একটি রীতি। গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসীরা যখন মাদলের তালে নাচ করছিলেন, তখনই মঞ্চ থেকে নিচে নেমে আসেন মমতা।
আদিবাসীদের চাদর গায়ে জড়িয়ে, হাতে হাত ধরে তাদের সঙ্গে নাচের তালে পা মেলান তিনি।
পরে নীল রঙের ওই চাদর আপামণ্যু হান্ডি নামে এক আদিবাসীকে দান করেন মমতা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাদর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
নিউজ ডেস্ক