শুধু হুবেইতেই নয়, পুরো চীনেই কমেছে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চীন যে ভালোভাবেই করোনার লাগাম টানতে সক্ষম হয়েছে সেটা এখন স্পষ্ট।
করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃত্যু হয়েছে তিন হাজার তিনশ ৮৬ জনের। এর মধ্যে চীনে মৃত্যু হয়েছে তিন হাজার ৪২ জনের।
শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।
এতে জানানো হয়, এখন পর্যন্ত ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ। মোট ৯৮ হাজার চারশ ২৮ জন রোগী এ ভাইরাসে আক্রান্ত।
এ দিকে নতুন করে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা, ভুটান, বসনিয়া ও স্লোভেনিয়ায়। স্লোভেনিয়ায় ছয়জন, বসনিয়ায় দু’জন এবং দক্ষিণ আফ্রিকা ও ভুটানে একজন করে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এএ