শুক্রবার (০৬ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, এরই মধ্যে ৯০টি দেশে করোনা ভাইরাস সংক্রমণে তিন হাজার তিনশ ৮৬ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির উৎপত্তি হওয়া চীনেই মৃত্যু হয়েছে তিন হাজার ৪২ জনের।
এতে জানানো হয়, এখন পর্যন্ত ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ। মোট ৯৮ হাজার চারশ ২৮ জন রোগী এ ভাইরাসে আক্রান্ত।
নতুন করে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা, ভুটান, বসনিয়া ও স্লোভেনিয়ায়। স্লোভেনিয়ায় ছয়জন, বসনিয়ায় দু’জন এবং দক্ষিণ আফ্রিকা ও ভুটানে একজন করে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, চীনের বাইরে ১৭ গুণ দ্রুতগতিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে।
হু’র প্রকাশিত সাম্প্রতিক এ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম এক বিবৃতিতে ভাইরাস সংক্রমণ রোধ করতে দ্রুততার সঙ্গে ভারসাম্য ও পরিষ্কার সংকল্পের মাধ্যমে সব দেশকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
২০১৯ সালের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় করোনা ভাইরাসের। উহানে প্রথম দেখা যাওয়ায় একে উহান ভাইরাস নামেও ডাকা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এবি