শুক্রবার (০৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে অধিবাসীদের ভিড় বা জন সমাবেশের স্থানে মাস্ক পরে যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অপরদিকে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য কর্মকর্তারা বিপরীত পরামর্শ দিচ্ছেন। সিএনএনের প্রধান সংবাদদাতা সঞ্জয় গুপ্ত বলেন, ‘যারা সুস্থ, মাস্ক তাদের ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারবে না। উল্টো বারবার মাস্ক পরা ও খোলার ফলে সেটি ভাইরাসের আধার হিসেবে কাজ করতে পারে। এতে ভাইরাল জীবাণু মাস্কে আটকে আপনি নিজেকে নিজে সংক্রমিত করতে পারেন। মানুষ যা মনে করে, মাস্ক আসলে সে কাজ করে না। ’
মাস্ক যাদের পরা উচিত: সঞ্জয় বলেন, ‘যারা প্রকৃতপক্ষেই অসুস্থ, তাদের মাস্ক পরা উচিত। এতে তাদের মুখ বা নাক থেকে ভাইরাস বা জীবাণু ছড়ানোর পরিমাণ কমবে। আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন, এমন স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরা দরকার। আতঙ্কিত হয়ে অতিরিক্ত মাস্ক কিনলে, যে ডাক্তার ও নার্সরা সামনের সারিতে দাঁড়িয়ে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছেন, তাদের জন্য মাস্কের সরবরাহ কমে যেতে পারে। ’
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এফএম