শুক্রবার (০৬ মার্চ) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, শহরের একটি ক্লিনিকে করোনা ভাইরাসে আক্রান্ত ১ জনকে শনাক্ত করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৩.৪ শতাংশ রোগীর।
চীনের উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে ছড়িয়ে পড়ার পর বিশ্বের ৯৩টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৮৭৫ জন। এতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৯০ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৮০৭ জন।
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪২ জনের। এরপর ইতালিতে ১৪৮, ইরানে ১০৮, দক্ষিণ কোরিয়ায় ৪২, যুক্তরাষ্ট্রে ১৪, ফ্রান্সে ৭, জাপানে ৬, স্পেনে ৩, ইরাকে ৩, হংকংয়ে ২, অস্ট্রেলিয়ায় ২, যুক্তরাজ্যে ১, সুইজারল্যান্ডে ১, নেদারল্যান্ডসে ১, থাইল্যান্ডে ১, তাইওয়ানে ১, সান মারিনোতে ১ ও ফিলিপিন্সে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডায়ামন্ড প্রিন্সেস নামের একটি জাহাজে মৃত্যু হয়েছে ৬ জনের।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এইচএডি/