ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
কাবুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৭ কাবুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৭। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি অনুষ্ঠানে বন্দুক ও রকেট হামলায় ২৭ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তালেবানের হাতে বন্দি হয়ে ১৯৯৫ সালে নিহত হওয়া জাতিগত হাজারা নেতা আবদুল আলি মাজারির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

হামলার সময় সেখানে আফগানিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতা আবদুল্লাহ আবদুল্লাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তবে প্রাণে বেঁচে গেছেন আবদুল্লাহ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ‘শান্তি চুক্তি’ হওয়ার পর এটিই আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

আবদুল্লাহর মুখপাত্র ফ্রাইদুন কাওয়াজুন বলেছেন, ‘বিস্ফোরণের আওয়াজ দিয়ে হামলা শুরু হয়, যেন এলাকায় একটি রকেট আঘাত হেনেছে। আবদুল্লাহসহ আরও কয়েকজন রাজনীতিবিদ হামলা থেকে অক্ষত অবস্থায় রেহাই পেয়েছেন। ’

এ হামলার সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে তালেবান।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।