সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা এক লাখ তিনশ ৯ জন। আর মারা যাওয়ার সংখ্যা তিন হাজার চারশ ৮ জন।
চীনের উহানে ভাইরাসটির বিস্তার কমে এলেও দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরানে প্রতিনিয়ত নতুন রোগীর তথ্য আসতে থাকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। যা গত বছরের ডিসেম্বরে শনাক্ত হওয়ার পর আড়াই মাসেরও কম সময়ে রোগী আক্রান্তের সংখ্যা লাখের ঘর পার করিয়েছে।
এদিকে স্লোভাকিয়া প্রথম কোভিড-১৯ রোগীর তথ্য নিশ্চিত করেছে। ৫২ বছর বয়সী আক্রান্ত ব্যক্তির সন্তান সম্প্রতি ইতালি ভ্রমণ করলে তার শরীরেও করোনা পজেটিভ পাওয়া যায়। যা বাবার শরীরেও ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে পেরুতে আক্রান্ত ব্যক্তির বয়স ২৫ বছর বলে জানা গেছে। ওই ব্যক্তি সম্প্রতি স্পেন, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্র ভ্রমণ করেছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভিজকারা।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
জেডএস