সাও পাওলো সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিধসের ঘটনায় প্রদেশের গুয়ারুজায় নিখোঁজ থাকা ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত পাঁচশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বর্তমানে তারা অস্থায়ী ঘর বানিয়ে আশপাশের এলাকায় জীবন-যাপন করছেন।
এদিকে ভূমিধসের ঘটনায় যারা সহায় সম্বল হারিয়েছেন তাদের জন্য জরুরি মানবিক সেবা হিসেবে ২১ টন খাদ্যপণ্য পাঠিয়েছে সাও পাওলো সরকার।
গত মাসে সাও পাওলোতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছে ব্রাজিলের আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
জেডএস