গ্রেফতার দুইজন হলেন- বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ।
শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবারই (৬ মার্চ) আহমেদ বিন আবদুল আজিজ ও নায়েফকে গ্রেফতার করা হয়। কেন তাদের গ্রেফতার করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এর আগে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ বিন নায়েফ। পরে ২০১৭ সালে যুবরাজের নির্দেশে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত নায়েফকে ওই দায়িত্ব থেকে সরিয়ে মক্কায় রাজকীয় প্রসাদবন্দি করে রাখা হয়।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এএটি