শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, ভ্যাটিকান সিটিতে লাইভ ভিডিওর মাধ্যমে রোববারের প্রার্থনা পরিচালনা করবেন পোপ ফ্রান্সিস।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে করোনা সন্দেহে স্বাস্থ্য পরীক্ষাও করাতে হয় পোপ ফ্রান্সিসের। ঠাণ্ডায় আক্রান্ত হওয়ায় পোপ ফ্রান্সিসের ওই পরীক্ষা করা হয়। তবে স্বাস্থ্য পরীক্ষায় কোন অশুভ সংবাদ শুনতে হয়নি ক্যাথলিকদের। সব পরীক্ষায় করোনা নেগেটিভ আসে তার।
তবে পোপ আক্রান্ত না হলেও করোনা ইস্যুতে বেশ উদ্বেগজনক অবস্থায় আছে ইতালি। বিবিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে আরও ৩৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। ।
চীনের বাইরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে এখন শীর্ষে ইতালি। একই সঙ্গে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৩৬ থেকে বেড়ে দাড়িয়েছে পাঁচ হাজার ৮৩৩ জনে।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসএইচএস/এইচজে