রোববার (০৮ মার্চ) দেশটির সরকার এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সোমবার (০৯ মার্চ) থেকে কার্যকর হবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড।
ইতোমধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালিতে এবং ইতালি থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।
২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এখন রোগটি ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। কাতারেও পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ জন।
বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচএডি/