সোমবার (০৯ মার্চ) এসব বন্দিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়। ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজানের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি বলেন, দেশজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার ফলে সতর্কতা হিসেবে প্রায় ৭০ হাজার বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি বন্দি মুক্তির এ প্রক্রিয়া সামাজিকভাবে অনিরাপত্তা তৈরি না করে তবে তা অব্যাহত থাকবে।
তবে কতদিনের মধ্যে তাদের আবার জেলে ফেরত আসতে হবে সে বিষয়ে কিছু জানাননি ইব্রাহিম রাইসি।
এর আগেও প্রায় ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিল দেশটি।
ইরানে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৩৭ জনের। দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৬১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৪ জন। এখনো চিকিৎসাধীন ৪ হাজার ৫৩০ জন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ২৭ জনের। রোগটি ছড়িয়ে গেছে বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এইচএডি/