ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আক্রান্তদের সঙ্গে হাত মিলিয়ে করোনার আশঙ্কায় ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আক্রান্তদের সঙ্গে হাত মিলিয়ে করোনার আশঙ্কায় ট্রাম্প!

নিজ দলের দুই আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করে হাত মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

কারণ ট্রাম্পের সঙ্গে বৈঠক করে যাওয়ার পরই তারা কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। এর ফলে ট্রাম্পের শরীরে ওই ভাইরাস সংক্রমিত হয়েছে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সম্প্রতি কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে এক রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ডগ কলিন্স। সে সময় তারা হাতও মেলান। এছাড়া ম্যাট গেইটস গত সোমবার ট্রাম্পের সঙ্গে সফর করেছেন।  

তবে সোমবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়নি। কারণ তার সংস্পর্শে আসা বা হাত মেলানো কারো মধ্যেই করোনা সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।  

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, ট্রাম্পের শরীর ভালো আছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।