ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, পাইলট নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, পাইলট নিহত 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন। 

বুধবার (১১ মার্চ)  সকালে মহড়াকালে ইসলামাবাদের উপান্তে জঙ্গল-পাহাড় ঘেরা শাকারপারিয়ান অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ তথ্য জানা যায়।

   

খবরে বলা হয়, আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য পাকিস্তান দিবস উপলক্ষে সামরিক মহড়াকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত পাইলট হলেন- উইং কমান্ডার নওমান আকরাম। দুর্ঘটনাকালে যথাসময়ে বিমান থেকে বেরোতে না পারায় তার মৃত্যু হয়।  

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একতি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
চলতি বছরে এ নিয়ে পাকিস্তান বিমান বাহিনীর ৩টি প্লেন বিধ্বস্ত হলো। এর আগে ফেব্রুয়ারি মাসে একই সপ্তাহে দুটি বিমান বিধ্বস্ত হয়। কিন্তু, ওই দুই পাইলটই যথাসময়ে বিমান ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হন।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।