ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ইরান সমর্থিত ২৬ ইরাকি যোদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
সিরিয়ায় বিমান হামলায় নিহত ইরান সমর্থিত ২৬ ইরাকি যোদ্ধা আক্রমণে যাচ্ছে মার্কিন যুদ্ধবিমান (প্রতীকী ছবি)

সিরিয়ার পূর্বাঞ্চলে দেইর আজ-যর প্রদেশে সিরিয়া-ইরাক সীমান্তের আলবু কামাল শহরের কাছে ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীর ঘাটিতে বিমান হামলায় ২৬ ইরাকি যোদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী এক সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি ঘাঁটিতে অজ্ঞাত রকেট হামলায় মার্কিন নেতৃত্বের ন্যাটো সামরিক বাহিনীর তিন সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলার ঘটনা ঘটলো।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের এ সংগঠনটি জানায়, আলবু কামালে ইরান সমর্থিত ইরাকি আধাসামরিক বাহিনী হাশাদ আল-শাবির দু’টি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এতে ২৬ ইরাকি যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি ঘাঁটির অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়।

তবে কারা বিমান হামলা চালিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য জানায়নি সংগঠনটি।

এ দিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আলবু শহরের কাছে অজ্ঞাত যুদ্ধবিমান হামলা করেছে। তবে এ হামলায় কেউ নিহত হয়নি।

এর আগে বুধবার (১১ মার্চ) রাতে বাগদাদের উত্তরে তাজি ঘাঁটিতে অজ্ঞাত রকেট হামলায় এক ব্রিটিশ সেনা, এক মার্কিন সেনা ও এক মার্কিন ঠিকাদার নিহত হন। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন।

হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র হামলার জন্য ইরাকের ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে অভিযুক্ত করছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।