তবে এসবে করোনা ভাইরাসের জীবাণু প্রতিরোধে কোনো কার্যক্ষমতা আছে কি-না, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে চিকিৎসকরা অ্যালকোহল জাতীয় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
সংবাদমাধ্যম বলছে, করোনা ভাইরাসের কারণে দেশটিতে যখন হ্যান্ড স্যানিটাইজারের সংকট, ঠিক তখনই ‘কাউপ্যাথি' নামে একটি ব্র্যান্ড বাজারে এনেছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।
ই-কমার্স সাইটে ৫০ মিলিলিটারের দুটি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে মাত্র ১০০ রুপিতে। যা গরুর গোমূত্র দিয়ে তৈরি। আবার ২১০ টাকায় পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি' সাবানের প্যাক। যা গোবর দিয়ে তৈরি।
করোনা ভাইরাস আতঙ্ক শুরু হওয়ার পর থেকে গোমূত্র এবং গোবরের ওপরই প্রবল আস্থা দেখিয়ে আসছেন দেশটির হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ।
এই প্রাণঘাতী ভাইরাস নির্মূল করতে গোমূত্র, গোবর এবং গোজাত সামগ্রীর উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। এরই অংশ হিসেবে দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চা-পার্টির মতো 'গোমূত্র পার্টি' আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
টিএ