ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ঝুঁকিতে পর্যটন খাতের কয়েক কোটি চাকরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
করোনা ভাইরাস: ঝুঁকিতে পর্যটন খাতের কয়েক কোটি চাকরি ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট কয়েক কোটি চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) জানায়, করোনা ভাইরাস মহামারীর কারণে পর্যটন খাতের সর্বোচ্চ পাঁচ কোটি কর্মী চাকরি হারাতে পারেন।

শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ডব্লিওটিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোরিয়া গুয়েভারা বলেন, ‘এ মহামারী পর্যটন শিল্পে উল্লেখযোগ্য হুমকি।

কোভিড-১৯ রোগের কারণে বিশ্বজুড়ে হাজারও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। নতুন কাস্টোমারদের জন্য ভ্রমণ খরচ স্থগিত করেছে অনেক বীমা কোম্পানি।

ডব্লিওটিটিসির জানায়, ২০২০ সালে পর্যটন খাত আনুমানিক ২৫ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে।

এ শিল্প রক্ষা করার জন্য বিভিন্ন দেশের সরকারকে কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে: ভিসা ব্যবস্থা ছাড়াই বা সহজ সুবিধায় সম্ভব হলে কম খরচে ভিসা দেওয়া; বন্দর এবং বিমানবন্দরগুলোতে অপ্রয়োজনীয় বিধিনিষেধ শিথিল করা, পর্যটকদের ওপর আরোপিত ট্যাক্স কমানো; ভ্রমণ স্থানগুলো প্রচারে বরাদ্দ বাড়ানো।

গুয়েভারা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও বলিষ্ঠ হয়ে ওঠার শক্তি ভ্রমণ ও পর্যটন খাতের রয়েছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধ করতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অনেক দেশ। এতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে পর্যটন শিল্প।

যাত্রীবাহী জাহাজ প্রতিষ্ঠান ‘প্রিন্সেস ক্রুইজেস’ তাদের সব ধরনের কার্যক্রম আগামী ১৮ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে।

গত মাসে চাইনিজ এয়ারলাইনে যাত্রী কমেছে ৮৪ দশমিক ৫ শতাংশ। ব্রিটিশ এয়ারওয়েজ, ইজি জেট, নরওয়েজিয়ান এয়ার তাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে।

সামনের দিনগুলোতে ফ্লাইট বাতিল বা স্থগিতের সংখ্যা ক্রমেই আরও বাড়তে পারে। এ ভাইরাসের কারণে টিকে থাকাই ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কোরিয়ান এয়ার।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ