ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭ মাসের বন্দিত্ব শেষে মুক্ত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
৭ মাসের বন্দিত্ব শেষে মুক্ত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

অবশেষে বন্দিদশার ৭ মাস পর কাশ্মীরের বর্তমান সংসদ সদস্য,  সাবেক মুখ্যমন্ত্রী ও জননেতা ফারুক আব্দুল্লাহকে মুক্তি দিয়েছে মোদী সরকার। গত বছরের আগস্টে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের আগের দিন হাজার হাজার স্থানীয় নেতার সঙ্গে তাকেও গৃহবন্দি করা হয়। 

শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে পাঁচ পাঁচবারের সাবেক এ মুখ্যমন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ দেখানো হয়নি।

যদিও কাশ্মীরের মর্যাদা রদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার অজুহাত দেখিয়ে তাকে আটক করা হয়।  

এদিকে ফারুক আব্দুল্লাহকে মুক্তি দেওয়া হলেও, কাশ্মীরের সাবেক আর দুই মুখ্যমন্ত্রী তার ছেলে ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি এখনও আটকাবস্থায় আছেন। কাশ্মীর ও এর বাইরে বিভিন্ন কারাগারে আটক আছেন কাশ্মীরের হাজার হাজার রাজনীতিক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও অন্যরা।   

কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের সময় ভারত সরকার ভূস্বর্গখ্যাত ওই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করে। কাশ্মীরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ