শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে পাঁচ পাঁচবারের সাবেক এ মুখ্যমন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ দেখানো হয়নি।
এদিকে ফারুক আব্দুল্লাহকে মুক্তি দেওয়া হলেও, কাশ্মীরের সাবেক আর দুই মুখ্যমন্ত্রী তার ছেলে ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি এখনও আটকাবস্থায় আছেন। কাশ্মীর ও এর বাইরে বিভিন্ন কারাগারে আটক আছেন কাশ্মীরের হাজার হাজার রাজনীতিক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও অন্যরা।
কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের সময় ভারত সরকার ভূস্বর্গখ্যাত ওই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করে। কাশ্মীরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এইচজে