ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন-মেক্সিকো সীমান্ত প্রাচীর টপকাতে গিয়ে মৃত্যু তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
মার্কিন-মেক্সিকো সীমান্ত প্রাচীর টপকাতে গিয়ে মৃত্যু তরুণীর যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের সীমানা প্রাচীর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেওয়াল টপকাতে গিয়ে আহত হয়ে মৃত্যু হয়েছে গুয়াতেমালার নাগরিক এক তরুণীর।

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১৯ বছর বয়সী গর্ভবতী তরুণী মিরিয়াম স্টিফানে গিরন লুনা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সীমান্ত প্রাচীর টপকাতে গিয়ে ১৮ ফুট উঁচু থেকে পড়ে আহত হন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যু বরণ করেন।

বিবৃতিতে জানানো হয়, মৃত তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।  

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, মৃত তরুণী একজন সমাজকর্মী। তিনি তার প্রেমিক দিলভার ইসরায়েল দিয়াজ গার্সিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছিলেন। দিয়াজ গার্সিয়াকে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

মিরিয়ামের মরদেহ গুয়াতেমালায় ফিরিয়ে নিতে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ