শুক্রবার (১৪ মার্চ) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার সংবাদ সম্মেলনেই তিনি অতিথিদের সঙ্গে করমর্দন করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার করমর্দন থেকে বিরত থাকার জন্য সতর্ক করছেন।
যদিও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, সপ্তাহখানেক আগের মিটিংয়ের সময় ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ তার চোখে পড়েনি।
করোনা ভাইরাস টেস্ট করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তো কখনোই বলিনি যে আমি টেস্ট করবো না।
তিনি টেস্ট করবেন, তবে কবে কখন তা স্পষ্ট করেননি।
এ ঘটনার পর অন্তত হাত মেলানোর ক্ষেত্রে ট্রাম্প একটু সতর্ক হবেন বলেই মনে করেছিল সবাই। যদিও কার্যক্ষেত্রে দেখা গেলো তার উল্টো।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৭৬২ জন। অবশ্য এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এএ