ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে করোনা ভাইরাস নিয়েই জন্মালো শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
ব্রিটেনে করোনা ভাইরাস নিয়েই জন্মালো শিশু

ব্রিটেনে মায়ের গর্ভ থেকে বেরিয়ে একটি শিশু পৃথিবীর আলো দেখলো প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে। ধারণা করা হচ্ছে শিশুটি বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানায়।

করোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই ব্রিটেনে এক গর্ভবতীকে ভর্তি করা হয় হাসপাতালে।

কিন্তু তার টেস্টের রেজাল্ট আসার আগেই জন্ম নেয় তার সন্তান। জন্মের পরপরই শিশুটিকেও টেস্ট করা হয়। রেজাল্ট আসে পজিটিভ।

মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা অতটা গুরুতর নয়।

তবে ডাক্তাররা এখনও নিশ্চিত হতে পারেননি গর্ভে থাকাকালীন না জন্মের সময় শিশুটি করোনা আক্রান্ত হয়েছে।

ব্রিটেনে এখন পর্যন্ত নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। তবে আশঙ্কার বিষয় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।