ছবি: প্রতীকী
নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) নিয়ে উৎকণ্ঠার মধ্যে কলকাতায় সোয়াইন ফ্লু’র দাপট বেড়েই চলছে। কলকাতায় এইচওয়ানএনওয়ানে (ওই রোগের ভাইরাস) ১২ জন আক্রান্ত হয়েছেন। তারা কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৪ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, মেটিয়াবুরুজের দুইটি পরিবারের ছয়জন বেলভিউ হাসপাতালে চিকিৎসক।
বুধবার একই পরিবারের দুইজন পুরুষ ও এক নারী ভর্তি হন। পরের দিন একই পরিবারের তিন জ্বরে চিকিৎসক অমিতাভ নন্দীর কাছে আসেন। তাদের নমুনা পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লু ধরা পড়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে ওই রোগে আক্রান্ত দুইজনের চিকিৎসা চলছে। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে একজন এবং মুকুন্দপুর আমরিতে ভর্তি আছে তিনজন।
তিনজনের মধ্যে একজন নার্স। মণিপুরের ওই বাসিন্দা গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। সেদিন হুগলির ১০ বছরের একটি শিশুও ভর্তি হয়েছে। ওড়িশার দুইবছরের একটি শিশুর চিকিৎসা চলছে গত ৫ মার্চ থেকে। ওই তিনজন ছাড়াও গত এক সপ্তাহে বহির্বিভাগে আসা আরও ১০ জনের সোয়াইন ফ্লু পজ়িটিভ ধরা পড়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।