শনিবার (১৪ মার্চ) হাসপাতাল ও নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
সংবাদে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে এ পাঁচ রোগীকে নাগপুরের মেয়ো হাসপাতালে ভর্তি করানো হয়।
ইতোমধ্যেই তাদের করোনা সংক্রমণের বিষয়ে পরীক্ষা করা হয়েছে জানায় নিরাপত্তা বাহিনী।
নাগপুর তহসিল পুলিশ স্টেশনের সাব ইনসপেক্টর এস সূর্যবংশী জানান, পলাতক রোগীদের পরীক্ষায় একজনের করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। অপর চারজনের পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পলাতক রোগীদের সন্ধানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে নিরাপত্তা বাহিনী।
ভারতে করোনা ভাইরাস সংক্রমণে এ পর্যন্ত ৮৩ জন রোগী আক্রান্ত হয়েছে। ভাইরাস সংক্রমণে দেশটিতে এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।
ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সবধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেয় দেশটির কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এবি