শুক্রবার (১৩ মার্চ) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
করোনা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার সমালোচনা করে হিজবুল্লাহ নেতা বলেন, ট্রাম্প ও তার সাঙ্গপাঙ্গরা জগতের সেরা মিথ্যুক।
নাসরুল্লাহ আরও বলেন, ট্রাম্প নানাভাবে করোনার ঝুঁকিকে হালকা করে দেখানোর চেষ্টা করেন। আমেরিকা আর ব্রিটেন নিজেদের দেশেও করোনা ভাইরাসে আক্রান্তদের প্রকৃত সংখ্যা গোপন করছে।
হিজবুল্লাহ নেতা বলেন, আমরা এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি যাকে বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা যায়।
এ সময় করোনা ইস্যুতে লেবাননের স্বাস্থ্যমন্ত্রীর স্বচ্ছতার প্রশংসা করেন নাসরুল্লাহ। দেশটিতে করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা ও তথ্য প্রকাশের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দিত করে তিনি বলেন, হিজবুল্লাহ ও প্রতিরোধ আন্দোলনের সর্বশক্তি দিয়ে লেবানন করোনাকে মোকাবিলা করবে।
করোনা ভাইরাস মোকাবিলাই বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রাধান্য। এ পরিস্থিতিতে রাজনৈতিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান হাসান নাসরুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ১৪ মার্চ, ২০২০
এইচজে