করোনা ভাইরাসে ইরানে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হচ্ছে ৬১১। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন। নতুন করে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৫ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৯ জন। বিশ্বজুড়ে এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৪-এ।
শনিবার (১৪ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
তিনি বলেন, নতুন করে ১ হাজার ৩৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃত্যু হয়েছে ৯৭ জনের। আর এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
চীনের উহান থেকে বিশ্বের ১৪৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনা ভাইরাসে। এখন পর্যন্ত এ রোগে প্রাণ গেছে ৫ হাজার ৬০৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৫০ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৭৪ হাজার রোগী।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এইচএডি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।