ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে ইতালিতে আরও ১৭৫ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
করোনা ভাইরাসে ইতালিতে আরও ১৭৫ জনের মৃত্যু  করোনা ভাইরাসে ইতালিতে আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে

করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ঘণ্টায় আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে মোট মৃত্যু হলো ১৪৪১ জনের। 

শনিবার (১৪ মার্চ) এছাড়া দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আরও ২১ হাজার ১৫৭ জন।  

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে কনোরাভাইয়াস আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে বলে সর্তক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের প্রায় ১২৭টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৭৬৯ জন। অবশ্য এরমধ্যে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৮৭ জন।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।