রোববার (১৫ মার্চ) হোয়াইট হাউসের চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হোয়াইট হাউসের চিকিৎসক বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন।
গত সপ্তাহে ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও যোগাযোগ প্রধান ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেখানে ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোও ছিলেন। তারা ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন। স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল, ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এরপর থেকেই ট্রাম্পের শারীরিক পরীক্ষা নিয়ে কথা উঠেছিল।
তখন ট্রাম্প বলেছিলেন, ‘আমি কখনোই বলিনি যে, আমি পরীক্ষা করাবো না। ’
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রচার করলেও তার দাবি, পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। অর্থাৎ, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত নন।
২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬০ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৭৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৫৬ জন। এখনো চিকিৎসাধীন ২ হাজার ৮৬১ জন। এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
এদিকে বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনা ভাইরাস। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৩৯ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজারের মতো। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ৭৬ হাজারের মতো।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এইচএডি/