এই প্রথম ব্রিটেনের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী, আগামী এক বছরের মধ্যে ব্রিটেনে প্রায় শতকরা ৮০ ভাগ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে।
দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে সাধারণ জনগণের পাশাপাশি হাসপাতাল, পুলিশ, ফায়ার ব্রিগেড এবং গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় জড়িত ব্যক্তিরাও আক্রান্ত হবেন। এসব পেশার সঙ্গে প্রায় ৫০ লাখ মানুষ জড়িত।
সরকারি এ তথ্য ব্রিটেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ সব হাসপাতালের সিনিয়র ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। ব্রিটেনে বর্তমানে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ পরীক্ষা করা হচ্ছে এবং এ সংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এনটি