ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ঠেকাতে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
করোনা ঠেকাতে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে দু’সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে।

মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

এতে বলা হয়, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন দেশটির সব শিক্ষা, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন।

সেই সঙ্গে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সুপারমার্কেট, ব্যাংক, গ্যাস স্টেশন ও ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ থাকবে।

এছাড়া, মালয়েশিয়ানদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদেশি পর্যটকরদেরও দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সঙ্গে বিদেশ থেকে আসা সব মালয়েশিয়ান নাগরিককে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

মালয়েশিয়ায় মাত্র দু’দিনে নতুন করে ৩২৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৬৬, যা দক্ষিণপূর্ব এশিয়ায় সর্বাধিক। সম্প্রতি রাজধানী কুয়ালালামপুরের এক মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে ১৬ হাজার মুসলমান সমবেত হয়েছিলেন। সেখান থেকে নতুন শনাক্ত রোগীদের মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ইয়াসিন। এর মধ্যে রয়েছে বিনা বেতনে ছুটি কাটানো ৩৩ হাজার কর্মীর জন্য নগদ অর্থ, ছয় মাসের জন্য বিদ্যুৎবিলে ছাড়, নিম্নআয়ের পরিবারগুলোকে অর্থ সহায়তা ইত্যাদি। এছাড়া, অর্থনীতির চাকা সচল রাখার জন্য চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জরুরি অবস্থা জারি থাকলেও বাজারে পর্যাপ্ত খাদ্য, ওষুধ, মাস্কসহ অন্য স্বাস্থ্যসেবা সামগ্রী মজুদ থাকবে বলে জনগণকে আতঙ্কিত হতে না করেছেন ইয়াসিন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ