ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে করোনা কেড়ে নিল আর‌ও ৩৪৫ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইতালিতে করোনা কেড়ে নিল আর‌ও ৩৪৫ প্রাণ ইতালিতে করোনা কেড়ে নিল আর‌ও ৩৪৫ প্রাণ

ইতালিতে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের।

মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন অ্যাজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়,  নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫০৬ জন।  

চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চলে। এতে প্রাণ গেছে ৭ হাজার ৮৯৬ জনের। আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৯৫ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৮১ হাজার রোগী।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এইচ‌এডি/ ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।