ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় মৃত হাজার ছাড়ালো ইরানে, একদিনে সর্বোচ্চ ১৪৭ মৃত্যু  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
করোনায় মৃত হাজার ছাড়ালো ইরানে, একদিনে সর্বোচ্চ ১৪৭ মৃত্যু  

দিন দিন ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাসের থাবা। বিশ্বব্যাপী ক্রমেই বেড়ে চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনার অন্যতম প্রধান ভুক্তভোগী ইরানে নতুন করে আরও ১৪৭ জনের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত এটিই ইরানে একদিনে সর্বচ্চ মৃত্যুর রেকর্ড। 

বুধবার (৮ মার্চ) ইরানের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।  

খবরে বলা হয়, এর মধ্য দিয়ে ইরানে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৫ জনে।

আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৬১ জন।  

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে ইরান। কিন্তু এখনও এ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে পারেনি দেশটি। করোনার সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে এখন পর্যন্ত ইরানে মোট  ১ কোটি ৮০ লাখ মানুষকে স্ক্রিনিং করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলি রেজা রাইসি।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ১৮ মার্চ, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।