ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা: যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণরোধে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফোনালাপে এ বিষয়ে সম্মতি দেন। তবে দুই দেশের সীমান্ত বন্ধের কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আমরা পারস্পরিক সম্মতিতে অস্থায়ীভাবে কানাডার সঙ্গে আমাদের উত্তর সীমান্ত বন্ধ করব।

এ নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যে কোনো সমস্যা হবে না বলেও জানান ট্রাম্প। কানাডা তার রপ্তানির প্রায় ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে।

এর আগেই দুই দেশই তাদের নাগরিকদের অন্য দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলো।

এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, আমরা দুই নেতা এ বিষয়ে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, প্রয়োজনীয় ভ্রমণ এখনও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ডিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।