ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: এয়ারলাইন্সগুলোকে ১৩ হাজার কোটি টাকা সহায়তা দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা: এয়ারলাইন্সগুলোকে ১৩ হাজার কোটি টাকা সহায়তা দেবে ভারত ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি বিমান (প্রতীকী ছবি)

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা ও যাত্রী সংকটে ভারতে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এ অবস্থায় দেশটির এয়ারলাইন্স কোম্পানিগুলোর কর স্থগিত ও অর্থ সহায়তার চিন্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এয়ারলাইন্স কোম্পানিগুলোকে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) অর্থ সহায়তার পরিকল্পনা করছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

পাশাপাশি জ্বালানি করসহ কোম্পানিগুলোর ওপর ধার্য করা বিভিন্ন কর সাময়িকভাবে স্থগিতের বিষয় বিবেচনা করছে অর্থ মন্ত্রণালয়।

এদিকে বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে বিমান পরিবহনে পরামর্শ দানকারী আন্তর্জাতিক সংস্থা সেন্টার ফর অ্যাভিয়েশন (সিএপিএ) জানিয়েছে, করোনা সংকটে এ বছরের জানুয়ারি-মার্চ সময়ে রাষ্ট্রীয় এয়ার ইন্ডিয়া বাদে অন্য বিমান পরিবহন সংস্থাগুলো ছয়শ মিলিয়ন ডলারের বেশি মূলধন হারাতে পারে।

যথার্থ সময়ে সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আগামী মে-জুনে সবগুলো এয়ারলাইন্স কোম্পানিই বন্ধ হয়ে যাবে বলে প্রতিবেদনে জানানো হয়।

ভারতে করোনা ভাইরাস সংক্রমণে এ পর্যন্ত ১৭৪ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃত্যু হয়েছে ১৫ জনের।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।