আল জাজিরা জানাচ্ছে, ইতালিতে এ পর্যন্ত দুই হাজার ৬২৯ জন চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট করোনা রোগীর ৮ দশমিক ৩ শতাংশই এখন ডাক্তার ও নার্স।
বুধবার রাতে ইতালির হেলথ ফাউন্ডেশন জানিয়েছে, এতো বেশি সংখ্যক চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় এটা প্রমাণিত হয় যে তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের যথেষ্ট অভাব রয়েছে।
করোনা ভাইরাসের আক্রমেণে চীনেই সবচেয়ে বেশিসংখ্যক মানুষ মারা গেছে। কিন্তু সেখানে এত ডাক্তার বা নার্স আক্রান্ত হননি।
জানা গেছে, গত আট দিনেই ১৫শ’ ডাক্তার-নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা ঠেকাতে পুরো ইতালিতেই লকডাউন ব্যবস্থা চলছে। আগামী এপ্রিল পর্যন্ত তা বলবৎ থাকবে।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে এবং চার হাজার ২০৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ইতালিতে মারা গেছে দুই হাজার ৯৭৮ জন, আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার জন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
নিউজ ডেস্ক