ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা এক ভিডিওতে এ তথ্য জানা গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে দাবি করেছেন, 'করোনাভাইরাস হত্যা করতে পারে 'সূর্য'।
ভারতে করোনার বিস্তার বাড়তে থাকায় এমন অনেক ধরনের পরামর্শ দিচ্ছেন দেশটির রাজনীতিকরা। কেউ কেউ বলছেন, গোমুত্র ও গোবর করোনা ভাইরাসের আক্রমণ তেকে রক্ষা করতে পারে।
এরইমধ্যে গোমূত্র পানের পার্টিও হয়ে গেছে দিল্লি ও কলকাতায়।
গোমুত্র পান প্রতিযোগিতার আয়োজন করার অভিযোগে ক্ষমতাসীন বিজেপির সদস্য নারায়ণ চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। কলকাতায় আয়োজিত এই গোমুত্র পান কর্মসূচিতে দাবি করা হয়েছিল এতে করে করোনার সংক্রমণ ঠেকানো যাবে। গোমুত্র পানের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে এরইমধ্যে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১৯৭ জন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
নিউজ ডেস্ক