ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাঞ্জাবে বন্ধ গণপরিবহন, সীমিত সারা ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
পাঞ্জাবে বন্ধ গণপরিবহন, সীমিত সারা ভারতে

করোনা ভাইরাসের হুমকি থেকে জনগণকে বাঁচাতে জরুরি ভিত্তিতে ভারতের পাঞ্জাব প্রদেশে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী দিল্লিতে মেট্রোরেলসহ সারা দেশেই গণপরিবহন চলাচল সীমিত করে ফেলা হচ্ছে। করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব নাগরিককে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। 

শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।   

খবরে বলা হয়, ভারতে যাতায়াতের প্রধান মাধ্যম হলো গণপরিবহন।

কিন্তু দেশটিতে করোনার প্রকোপ তৈরি হওয়ায় গণপরিবহন সীমিত করে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে উত্তরের পাঞ্জাব প্রদেশে সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।  

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে চলাচলরত মেট্রোরেলগুলো জনপূর্ণ স্টেশনগুলোতে থামবে না বলে ঘোষণা দিয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে ট্রেনের সংখ্যা ও চলাচল। এছাড়া মেট্রোরেলে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে বলেও জানানো হয়।   

অন্যদিকে মুম্বাইতেও রেলযোগাযোগ বন্ধ করে দেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের বেশিরভাগ গুরুত্বপূর্ণ শহরেই বর্তমানে বাস চলাচলও সীমিত হয়ে পড়ছে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।